তরুণরা মানবিক বাংলাদেশ গড়বে : বিভাগীয় কমিশনার
প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ৮:৩৯:৩২ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সিলেটের বিভাগীয় কমিশনার রেজা-উন-নবী বলেছেন, রাষ্ট্রের দায়িত্ব ছিল তরুণদের আলোর পথ দেখানো। কিন্তু সেটা না করে ফ্যাসিস্ট সরকার তরুণদের গুলি করে হত্যা করেছে। তরুণদের আকাঙ্খাকে হত্যা করেছে। ইতিহাসে তরুণরা আগেও জীবন দিয়েছে। গত জুলাই বিপ্লবেও তারা জীবন দিয়ে নতুন স্বাধীনতা এনে দিয়েছে। এ সরকার তরুণদের ট্রমা থেকে বের করে নিয়ে আসতে চায়। তাদের অধিকার ফিরিয়ে দিতে চায়। আগামী দিনে তরুণরাই বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ গড়বে। তরুণরা বাসযোগ্য একটি দেশ উপহার পাবেন।
বৃহস্পতিবার রাত ৭ টায় ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে সুনামগঞ্জ তারুণ্য উৎসবের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সনজিৎ কুমার চন্দের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল।
এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনারের সহধর্মিণী পারভীন সুলতানা, জেলা প্রশাসকের সহধর্মিণী নুরে সাবাহ, সিভিল সার্জন ডাঃ জসীম উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিরোধা রানী রায়। সমাপনী অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।