জৈন্তাপুরে ৭ম জিটিপিএল ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ৮:৪১:১১ অপরাহ্ন
সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, আমাদের যুব সমাজ জাতির অমূল্য সম্পদ। তাদেরকে দেশ জাতি গঠনে আত্মনিয়োগ করতে হবে। নৈতিক অবক্ষয়ের হাত থেকে যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই। এছাড়া খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। সবার মনে প্রতিযোগিতার মনোভাব তৈরী হয়।
তিনি বৃহস্পতিবার বিকেলে জৈন্তাপুর উপজেলায় চিকনাগুল ইউনিয়নে মাস্টার রওশন ৭ম জিটিপিএল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
যুবনেতা ময়নুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক সাবেক চেয়ারম্যান মাহবুব আহমেদ, সাবেক চেয়ারম্যান আমিনুর রশিদ, সাবেক ইউপি সদস্য হাফিজ আবদুল মুছব্বির, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শাহজাহান ও ৯নং ওয়ার্ড সদস্য শরিফুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম, যুব নেতা বাদশা মিয়া, ছাত্রদল নেতা শেখ সাদেক, জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নোমান আহমেদ, চিকনাগুল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আদনান সাব্বির, চিকনাগুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য কবির আহমেদ, চিকনাগুল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজন আহমেদ রিমন, সিনিয়র সহ-সভাপতি ইমরান আহমেদ, রংধনু তরুণ সংঘের সভাপতি দেলোয়ার আহমেদ, ছাত্রনেতা আবু হুরায়রা, সাংবাদিক জাহিদুল ইসলাম ও ছাত্রদল নেতা আরিফ আহমেদ প্রমূখ।
এছাড়া অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী উপস্থিত ছিলেন।