৩নং ওয়ার্ডের মুন্সিপাড়ায় জামায়াতের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ৮:৪২:৪২ অপরাহ্ন
সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। বুধবার বিকেলে সিলেট মহানগরীর কোতোয়ালী পশ্চিম থানা জামায়াতের উদ্যোগে ৩নং ওয়ার্ডের মুন্সিপাড়ায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
ওয়ার্ড সভাপতি আব্দুল হাকিম চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারী আব্দুর রহমানের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোঃ শাহজাহান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালী পশ্চিম থানা আমীর মু. আজিজুল ইসলাম, নায়েবে আমীর এডভোকেট সিরাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জামায়াত নেতা আব্দুর রহমান, ছাদিকুর রহমান, নাজমুল ইসলাম, আল আমিন, আসাদুর রহমান, শরিফ আহমদ ও কাজী ইলিয়াছ রাব্বানী খোকন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোঃ শাহজাহান আলী বলেন, জামায়াত সব সময় আর্ত মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। যেকোন দুর্যোগে আমরা সাধ্যমতো মানুষের পাশে দাঁড়াই। শীতে গরীব অসহায় মানুষ কষ্ট করছে। তাদের শীত নিবারণে সামর্থবানদের এগিয়ে আসা উচিত। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সুবিধাবঞ্চিত মানুষ একটু উষ্ণতা খুঁজে পাবে। বিজ্ঞপ্তি