আবাসিক হোটেলে পৃথক অভিযানে আটক ১০
প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ৯:২১:৪৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর বিভিন্ন আবাসিক হোটেলগুলোতে অনৈতিক কর্মকান্ড রোধ অভিযান জোরদার করেছে পুলিশ। পৃথক অভিযানে অসামাজিক কার্যকলাপের অভিযোগে মঙ্গল, বুধবার ও বৃহস্পতিবার ১০ নারী-পুরুষকে আটক করে ডিবি পুলিশ। এর মধ্যে মঙ্গলবার নগরীর বন্দরবাজারের তালহা রেস্ট হাউজে অভিযান চালিয়ে দুই তরুণ-তরুণীকে আটক করে ডিবি পুলিশ। আটককৃতরা হলো- ছাতকের মাসুম আহমদ (২৮) ও সোনিয়া আক্তার (২৬)।
এদিকে বুধবার নগরীর বন্দরবাজার হোটেল মহানগর আবাসিক থেকে ৫ নারী-পুরুষকে আটক করেছে ডিবি পুলিশ। অসামাজিক কার্যকলাপের অভিযোগে হোটেল ম্যানেজারসহ ৫ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলো- হোটেল মহানগরের ম্যানেজার নগরীর কুশিঘাটের সিরাজুল ইসলাম (৬০), লামাকাজি খালপাড়ের ফখর উদ্দিন (৫০), গোয়াইনঘাটের কাপনারাইয়ের নিজাম উদ্দিন (৪৫), আয়েশা বেগম (৪০) ও ছালেহা বেগম (২০)।
বৃহস্পতিবার নগরীর জিন্দাবাজারস্থ হাটেল রাজমনি আবাসিকে অভিযান চালিয়ে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করে ডিবি পুলিশ। আটককৃতরা হলো- হোটেল রাজমনির স্টাফ মোঃ ওহাব মিয়া (২৩), রাশিদা বেগম (৪০) ও ফারাহ হোসেন ইতি (৩৩)।
এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন- হোটেলে অনৈতিক কর্মকান্ড বন্ধে পুলিশের অভিযান চলছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।