সিলেটে নিখোঁজ কিশোরী নেত্রকোনায় উদ্ধার : আটক ১
প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ৯:২৫:৫৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের মোগলাবাজার থেকে নিখোঁজ হওয়া এক কিশোরীকে নেত্রকোনা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে এক কিশোরকে। আটককৃত কিশোরের নাম মোঃ ইব্রাহীম আহমেদ (১৯)। সে নেত্রকোণা জেলার মোহনগঞ্জ থানার মামুদপুর গ্রামের মৃত. আব্দুল আহাদের ছেলে।
এসএমপি পুলিশ জানায়, গত ৩০ জানুয়ারি বিকেলে ভিকটিম (১৫) নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে তার মা মোগলাবাজার থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-১৪১৩, তারিখ-৩০/০১/২০২৫) দায়ের করেন।
গত সোমবার (৩রা ফেব্রুয়ারী) পুলিশ ডিজিটাল প্রযুক্তির সহায়তায় নিখোঁজ কিশোরীর অবস্থান শনাক্ত করে। পরে মোহনগঞ্জ থানায় অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার ও একজনকে আটক করা হয়।
মোগলাবাজার থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, নিখোঁজ হওয়া কিশোরীর মায়ের জিডির প্রেক্ষিতে অভিযান চালিয়ে পুলিশ ওই কিশোরকে গ্রেফতার করেছে। বুধবার গ্রেফতারকৃত কিশোরকে আদালতে সোপর্দ করা হয়।