দাসপাড়ায় ১০০ বস্তা চিনিসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ৯:৩১:০৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শাহপরান থানাধীন এলাকা থেকে ১০০ বস্তা ভারতীয় চোরাই চিনিসহ ১ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার শহরতলীর দাসপাড়া এলাকা থেকে এসব চিনি জব্দ ও ১জনকে আটক করা হয়। আটককৃতের নাম মো. দিলদার আহমদ (২৪)। সে গোয়াইনঘাট উপজেলার নয়ামাটি গ্রামের মৃত সমছু উদ্দিনের ছেলে।
এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- শাহপরাণ মাজার তদন্ত কেন্দ্রের পুলিশ টিম মঙ্গলবার দাসপাড়া এলাকার মুসলিম স্কুলের পাশে চেকপোস্ট বসিয়ে একটি ট্রাকে থাকা ১০০ বস্তা (৪ হাজার ৯০০ কেজি) ভারতীয় চিনি জব্দ করে। এসব চিনির দাম ৫ লাখ ৮৮ হাজার টাকা।
আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক গ্রেফতারকৃত দিলদারকে আদালতে সোপর্দ করা হয়েছে।