বড়লেখায় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠকের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ৬:৩৩:১৪ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক প্রীতম দাশ বলেছেন, এই রাষ্ট্রের মালিকানা কখনও জনগণের ছিল না, অধিকারের জায়গা ছিল না। বরঞ্চ আমরা একটা জিম্মি দশায় ছিলাম। শেখ হাসিনা এই অধিকারটুকু একেবারে ক্ষুন্ন করে দিয়ে, দেশের মানুষকে দাসে পরিণত করেছিল। আমাদের অসংখ্য মানুষ গুম ও খুনের শিকার হয়েছেন। এই অবস্থায় ছাত্র-জনতা নিজেদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদের নতুন একটা দেশ দিয়েছেন।
প্রীতম দাশ বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজারের বড়লেখা সদর ইউনিয়ন হলরুমে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি নাগরিক, আহত ও শহীদ পরিবারের সাথে তরুণ নাগরিকদের সমন্বয়ে গঠিত-জাতীয় নাগরিক কমিটি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জাতীয় নাগরিক কমিটির বড়লেখা উপজেলা প্রতিনিধি মাহফুজুর রহমান ছামি ও তানভির আহমদের যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির মৌলভীবাজার জেলা প্রতিনিধি অ্যাডভোকেট ফাহাদ আলম, রুহুল আমিন, কবিরুল ইসলাম রুমন ও এহসান জাকারিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মৌলভীবাজার প্রতিনিধি মারুফ আল হামিদ, সিলেট মদনমোহন কলেজের সাবেক সমন্বয়ক তামিম আহমদ, জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি তোফায়েল আহমদ তোয়েল, ব্যবসায়ী আব্দুল হাছিব ও সৈয়দ আব্দুস সামাদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বড়লেখা উপজেলা সমন্বয়ক আবু হাসান প্রমুখ।