কোম্পানীগঞ্জে সাজাপ্রাপ্ত মাদক সম্রাট গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ৬:৪০:১৪ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার খাগাইল গ্রামের আজির উদ্দিনের ছেলে জিয়া উদ্দিন (৩৫) ও লম্বাকান্দি গ্রামের দুলাল মিয়ার ছেলে জালাল মিয়া। এদের মধ্যে মাদক সম্রাট হিসেবে পরিচিত জিয়া উদ্দিনের ১২ বছর এবং জালাল মিয়ার ৮ মাসের সাজা রয়েছে।
পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে কোম্পানীগঞ্জ থানার এসআই নিয়াজ শরিফ, এএসআই আলম মেহেদী সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাঁদের নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেন।
জানা যায়, উপজেলার মাদকের সম্রাট হিসেবে পরিচিত জিয়া উদ্দিনের ১২ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত এবং অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম দন্ড রয়েছে। অপর আসামী জালাল মিয়া ৮ মাসের সশ্রম কারাদন্ডসহ ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত পলাতক ছিলেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজায়ের আল মাহমুদ আদনান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাজাপ্রাপ্ত পলাতক দুইজনকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।