মৌলভীবাজারে শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালী
প্রকাশিত হয়েছে : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ৭:২৯:৩৬ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে ছাত্রশিবিরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বাদ জুমআ’ শহরের আব্দুল বাছিত টাউন দেওয়ানী জামে মসজিদের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে কুসুমবাগ পয়েন্টে গিয়ে সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। জেলা সেক্রেটারি ফরিদ উদ্দিনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবিরের জেলা সভাপতি নিজাম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার শহর শাখার সেক্রেটারি কাজী দাঈয়ান আহমদ।