লিবিয়ায় ২৯ অভিবাসীর লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ৮:৪৭:২৫ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : লিবিয়ার দক্ষিণ-পূর্ব ও পশ্চিমাঞ্চলের দুটি স্থান থেকে অন্তত ২৯ অভিবাসীর লাশ উদ্ধার করা হয়েছে। দেশটির একটি নিরাপত্তা অধিদপ্তর ও লিবিয়া রেড ক্রিসেন্ট এসব লাশ উদ্ধার করে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।আলওয়াহাত জেলা নিরাপত্তা অধিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, লিবিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজি থেকে প্রায় ৪৪১ কিলোমিটার দূরে জিখারা এলাকার একটি খামারের গণকবরে ১৯টি লাশ পাওয়া গেছে।
অধিদপ্তর ফেসবুকে ছবি পোস্ট করেছে, যেখানে দেখা যাচ্ছে— পুলিশ কর্মকর্তা ও জালু রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা কালো প্লাস্টিকের ব্যাগে লাশগুলো রাখছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় লিবিয়া রেড ক্রিসেন্ট ফেসবুকে জানায়, রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে জাওইয়া শহরের দিলা বন্দরের কাছে নৌকাডুবির ঘটনায় তাদের স্বেচ্ছাসেবীরা ১০ অভিবাসীর লাশ উদ্ধার করেছে।
রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ ছবি পোস্ট করেছে, যেখানে দেখা যাচ্ছে ডকের পাশে স্বেচ্ছাসেবীরা সাদা প্লাস্টিকের ব্যাগে লাশ রাখছে, আর একজন স্বেচ্ছাসেবক একটি ব্যাগে নম্বর লাগিয়ে দিচ্ছেন।
অধিদপ্তর জানিয়েছে, জালুতে পাবলিক প্রসিকিউশন অফিসের উপস্থিতিতে অধিদপ্তর জিখারা এলাকায় চোরাচালান এবং অবৈধ অভিবাসনের কারণে মৃত্যু হওয়া ১৯ জনের লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছে। তারা একটি পরিচিত চোরাচালান নেটওয়ার্কের সঙ্গে জড়িত ছিলেন।
আলওয়াহাত নিরাপত্তা অধিদপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, খামারের মোট তিনটি কবরে লাশগুলো পাওয়া গেছে। এর মধ্যে একটি কবর থেকে একটি, আরেকটি কবর থেকে চারটি এবং অন্যটি থেকে ১৪টি লাশ উদ্ধার করা হয়।
আ. লীগের কারও সম্পত্তিতে হামলা না করার আহ্বান প্রধান উপদেষ্টারআ. লীগের কারও সম্পত্তিতে হামলা না করার আহ্বান প্রধান উপদেষ্টার অধিদপ্তর জানিয়েছে, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য লাশগুলো ফরেনসিক চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে।
সংঘাত ও দারিদ্র্য থেকে পালিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের ট্রানজিট রুটে পরিণত হয়েছে লিবিয়া। জানুয়ারির শেষের দিকে আলওয়াহাত ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট জানায়, তারা সাব-সাহারার বিভিন্ন জাতীয়তা থেকে ২৬৩ জন অভিবাসীকে মুক্তি দিয়েছে।