দয়ামীর ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ৯:০৬:৫৪ অপরাহ্ন
দয়ামীর ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গণ খেলার মাঠে সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহনাজ পারভীন।
দয়ামীর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছাব্বির আহমদের সভাপতিত্বে ও প্রভাষক সবুজ বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বার্ষিক ক্রীড়া কমিটির আহ্বায়ক সহকারি অধ্যাপক মিছবাউদ্দিন। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন জ্যেষ্ঠ প্রভাষক সুহেদা চৌধুরী, প্রভাষক অপর্না আচার্য্য, প্রভাষক শামীম মোল্লা, প্রভাষক তানজিনা রহমান, প্রভাষক পিলু কান্তি দাস, সহকারি লাইব্রেরিয়ান রত্না তালুকদার, খন্ডকালীন প্রভাষক মমতাজ বেগম, মিঠু দাস, অফিস সহকারি দিদার হোসাইন, সুজন দেবনাথ, শাকিল আহমদ ও জাকির আহমদ প্রমুখ।৩দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পিঠা উৎসব এবং আভ্যন্তরীন বনভোজনে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি