সিলেট প্রেসক্লাবের উদ্যোগে নাগরিক সংলাপ আজ
প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪০:০৪ অপরাহ্ন
সংস্কার, জাতীয় ঐক্য ও ভাবনা বিষয়ক এক নাগরিক সংলাপ আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।সিলেটের শত বছরের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত নাগরিক সংলাপের সহযোগিতায় রয়েছে লিডিং ইউনিভার্সিটি ও সিলেট চেম্বার।সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের উদ্যোগে গঠিত শে^তপত্র প্রণয়ন কমিটির সদস্য ও অর্থনীতিবিদ অধ্যাপক ড. এ কে এনামুল হক। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. কামাল আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে শিক্ষাবিদ, রাজনীতিবিদ, পেশাজীবী, ব্যবসায়ী ও ছাত্র প্রতিনিধিরা আলোচনায় অংশ নেবেন। সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম এতে সকলের উপস্থিতি কামনা করেছেন। বিজ্ঞপ্তি