মৌলভীবাজারে বিএনপির মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ৯:১৩:৪৬ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার পৌর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সদস্য মাহবুব ইজদানী ইমরান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোয়ার আহমেদ রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য ও পৌর বিএনপির সদস্য আনিসুজ্জামান বায়েছ।
পৌর বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রুনু আহমদ, সহিদ আহমদ জুনেদ, বদরুল আলম নোমান, মো: ইউছুফ, মাহমুদুর রহমান, আমিনুর রসিদ, এইচ এম শফিক, আব্দুল কাইয়ূম খাঁন, আজাদ আহমদ, মো: মোস্তফা মিয়া, আজাদুর রহমান, মাসুম আহমদ ও শামীম আহমদ প্রমুখ।
আলোচনায় বিএনপির রাজনৈতিক সার্বিক পরিস্থিতি নিয়ে কথাবার্তা ও করনীয় নিয়ে মতবিনিময় করা হয় এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনার আলোকে সকল রাজনৈতিক কর্মযজ্ঞ করা হবে এমনটির উপর একমত পোষন করেন।