জনপ্রত্যাশা অনুযায়ী দেশ গড়তে পারবে বিএনপি : মুক্তাদির
প্রকাশিত হয়েছে : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ৯:১৮:০৩ অপরাহ্ন
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের জনগণ এখন তাকিয়ে আছে আমাদের দিকে। আমরা কিভাবে কি করবো, কিভাবে দেশকে সাজাবো সেটা মানুষ আমাদের কাছে জানতে চায়। বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল। একমাত্র বিএনপিই পারবে জনগণের প্রত্যাশা অনুযায়ি দেশ গড়তে। সেজন্য আমাদের দলের নেতাকর্মীদেরকে জনগণের কাছে সেভাবেই নিজেকে উপস্থাপন করতে হবে।
তিনি আরোও বলেন, বিগত ১৭ বছর জনগণের ভোট দেয়ার কোনো উপায় ছিলনা। জনগণের ভোট দেয়ার ক্ষমতা অস্ত্রের বলে কেড়ে নেওয়া হয়েছিল। অস্ত্র দিয়ে আমরা দেখেছি কখনোও ডামি নির্বাচন, কখনোও আমরা দেখেছি ভোটারবিহীন নির্বাচন। আমরা দেখেছি উন্নয়নের নাম করে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেয়া হয়েছে কিভাবে। কোনোরকম জবাবদিহিতা ছিলনা বলেই দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। নির্বাচনসহ সব ব্যবস্থাকে আবার পুনর্গঠন করতে হবে। রাষ্ট্রকাঠামোর এই পুনর্গঠন প্রক্রিয়া যত দ্রুত শুরু করা যাবে, দেশ তত দ্রুত আমরা উন্নত করতে পারব। বিএনপি একমাত্র দেশকে জনগণের প্রত্যাশা অনুযায়ি গড়ে তুলতে সক্ষম হবে। ইতিমধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব বিষয়ে একটা রূপরেখা দিয়েছি। সেই রূপরেখা অনুসারে আমাদের এগিয়ে যেতে হবে।
তিনি শুক্রবার সন্ধ্যায় নগরীর পাঠানটুলাস্থ একটি কমিনিউটি সেন্টারে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) সিলেট জেলা ও মহানগরের নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) সিলেট মহানগরের আহবায়ক ফয়েজ আহমদ খাঁন বেলালের সভাপতিত্বে ও সদস্য সচিব সাব্বির হুসাইন জামিল এবং জেলা জিসাসের সদস্য সচিব এস রহমান সায়েফের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সহ-সভাপতি শাহ জামাল নুরুল হুদা, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াহিদ সুহেল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলা রফিক, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর আলী, মহানগর যুবদলের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিদা গুলনার ইভা ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জিসাস সিলেট জেলা শাখার আহবায়ক কুদ্দুছ আহমদ সুমন। বিজ্ঞপ্তি