র্যাবের অভিযানে হত্যা মামলার আসামী আটক
প্রকাশিত হয়েছে : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ৯:৩৪:০৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীর ৩টি গ্রামের সংঘর্ষের সময় ইটপাটকেলের আঘাতে রুমি রানী দেব নামের এক নারী নিহতের মামলায় হাফিজুর নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার নগরীর জালালাবাদ থানার ইনাতাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ইনাতাবাদ গ্রামের হাছন আলীর ছেলে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।এর সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি মো. মশিহুর রহমান সোহেল।
র্যাব সূত্র জানায়, গত ৯ সেপ্টেম্বর বিকেল ৫টা ২৫ মিনিটে একটি পিকআপ ও একটি সিএনজিচালিত অটোরিকশার মধ্যে ধাক্কা লাগা নিয়ে তেমুখী পয়েন্টে জালালাবাদ থানাধীন অনন্তপুর, কুমারগাঁও ও ইনাতাবাদ গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এসময় ইটপাটকেলের আঘাতে রুমি রানী দেব নামের এক নারী গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ভাই টিপু পাল বাদী হয়ে জালালাবাদ থানায় মামলা দায়ের করেন।
গোয়েন্দা সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার র্যাব ইনাতাবাদ এলাকায় অভিযান চালিয়ে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে হাফিজুল নামের ওই যুবককে গ্রেফতার করে। তাকে জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়।