দঃ সুরমায় গাজাসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ৯:৩৬:৩২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীর দক্ষিণ সুরমায় গাঁজাসহ একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার মোল্লারগাঁও ইউনিয়নের লক্ষীবাসা এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে। আটককৃতের নাম অহেদুর রহমান উরফে বটল (২৮)। সে বর্তমানে লক্ষীবাসা এলাকার আনা মিয়ার কলোনীতে বসবাসরত এবং হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার সুজাতপুর গ্রামের মৃত গফুর মিয়ার পুত্র।
এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।