দোয়ারায় আল-ইখওয়ান মেধাবৃত্তির পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ৬:১৪:৩৭ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে আল ইখওয়ান ইসলামী যুবসংঘ ইদনপুরের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার দোয়ারাবাজার উপজেলার সিরাজ মহুমা উচ্চ বিদ্যালের মাঠে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৫০ জন ছাত্র/ছাত্রী মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
সিরাজ মহুমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজির উদ্দিনের সভাপতিত্বে আফজাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন টেংরা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুল ইসলাম, আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়সল মিয়া, শিক্ষক ওয়াক্কাছ আলি, মাওলানা আবুল কালাম আজাদ, আতাউর রহমান, আল ইখওয়ান ইসলামি যুবসংঘ ইদনপুর, সভাপতি নাঈম আহমেদ, মারুফ আহমদ, মোঃ শাহিন ও মোঃ জাকারিয়া।
মেধাবৃত্তি পরীক্ষায় প্রথমস্থান অধিকার করে মাইশা ইসলাম মুনিয়া, দ্বিতীয়স্থান ফাহমিদা আক্তার তানিয়া এবং তৃতীয়স্থান নাদিয়া জান্নাতসহ পনেরোজন শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও অংশগ্রহণকারী সবাইকে শান্তনা পুরস্কার দেয়া হয়।