ইসলামী আন্দোলন কোতোয়ালি শাখার দ্বি-বার্ষিক অধিবেশন
প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ৭:০৫:২১ অপরাহ্ন
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ বলছেন, ক্ষমতায় গিয়ে সংস্কারের কথা দেশের জনগণ এখন আর বিশ্বাস করে না। দেশে আইন ও বিচার বিভাগ ঠিকই রয়েছে কিন্তু কার্যকরী না থাকায় জণগণ বিচার নিজ হাতে তুলে নিচ্ছে যা জাতির জন্য মোটেই কল্যাণকর নয়। পুলিশ প্রশাসনসহ গুরুত্বপূর্ণ স্থানে সংস্কার করে তারপর নির্বাচন দিতে হবে, সংস্কার ছাড়া নির্বাচন দিলে তা দেশে ও জাতির কাছে প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে।
শনিবার বিকেল ৩টায় সুরমা টাওয়ারস্থ সিডনী চেম্বারে আই.এ.বি মিলনায়তনে দ্বি-বার্ষিক অধিবেশনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের কোতোয়ালি থানা শাখার দ্বি-বার্ষিক শুরা অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন সিলেট মহানগরের সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা আসাদ উদ্দিন, হাফিজ মাওলানা আব্দুস শহীদ, জয়েন্ট সেক্রেটারী প্রফেসর বোরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মতিউর রহমান খান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের সভাপতি মোঃ জাকির হোসেন। কোতোয়ালি থানা সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে সেক্রেটারি মোঃ মনির হোসেনের পরিচালনায় শুরা অধিবেশনে বিগত কমিটি বিলুপ্ত করে ২০২৫-২৬ইং সেশনের জন্য কোতোয়ালী থানা শাখায় নতুন কমিটি করা হয় মোঃ মনির হোসাইনকে সভাপতি, মোঃ কামাল হোসেনকে সেক্রেটারি এবাং মোঃ জুবেল আহমদকে সংগঠনিক সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি