সুরমা ও রক্তি নদীতে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ৭:১১:৫৬ অপরাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা ও রক্তি নদীতে বিআইডব্লিউটিএ এর নামে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন করেছে নৌ-শ্রমিকরা। শনিবার দুপুরে উপজেলার ভীমখালি ইউনিয়নের ছোট ঘাগটিয়া গ্রামের পাশে সুরমা নদীর তীরে বাংলাদেশ নৌ পরিবহন শ্রমিক ফেডারেশন জামালগঞ্জ এর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ নৌ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা সভাপতি হাবিবুর রহমান, কার্যকরী সভাপতি নূর আহমদ, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক শফিক প্রমূখ।
বক্তারা বলেন- সুনামগঞ্জের সুরমা, যাদুকাটা, রক্তি ও বৌলাই নদীতে বিআইডব্লিউটিএ ও উপজেলা ইজারার নামে-বেনামে চাঁদাবাজি করছে একটি চক্র। এই চাঁদাবাজ চক্র প্রতিনিয়ত বাল্ক হেড থেকে নিয়মবহির্ভূত চাঁদা আদায় করছে। জেলার এই সব নদীর অনেকটি স্পটে চাঁদাবাজদের দৌরাত্মে বাল্কহেড শ্রমিকরা অতিষ্ঠ। চাঁদা দিতে অনীহা ও বিলম্ব করলে শুরু হয় তাদের উপর অত্যাচার। বক্তারা আরো বলেন, ফ্যাসিস্ট সরকার বিদায় হলেও চাঁদাবাজদের বিদায় হয় নাই, বেড়েছে আরো দৌরাত্ম। চাঁদাবাজি বন্ধে নৌ পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন নৌ-শ্রমিকরা।