ইসলামী শ্রমিক আন্দোলন মহানগর শাখার শপথ
প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ৮:২২:২৭ অপরাহ্ন
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার ২০২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় দরগাহ গেইট শহীদ সুলেমান হলে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মোসাব্বির হোসেন রুনু। তিনি নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শপথ পাঠ করান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (এলএলবি), ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মুফতী সাঈদ আহমদ, সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট মহানগরের সভাপতি হাফিজ মাওলানা আস’আদ উদ্দিন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট জেলা সভাপতি হাফিজ মাওলানা আমীর উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি ফজলুল হক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলার সভাপতি মাওলানা বদরুল হক, জাতীয় শিক্ষক ফোরাম সিলেট মহানগরের সভাপতি হাফিজ মাওলানা আব্দুশ শহীদ, ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় শূরা সদস্য আরিফুল ইসলাম শামিম, ইসলামী যুব আন্দোলন সিলেট মহানগরের সভাপতি মুহাম্মদ জাকির হুসাইন, ইসলামী ছাত্র আন্দোলন সিলেট জেলার সভাপতি আলবাবুল হক চৌধুরী, ইসলামী ছাত্র আন্দোলন সিলেট মহানগর সভাপতি সাব্বির আহমদ তপু প্রমুখ। বিজ্ঞপ্তি