রোটার্যাক্ট ক্লাব সিলেট গ্রিন বার্ডসের অভিষেক
প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ৮:২২:১১ অপরাহ্ন
ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর, রোটারি আন্তর্জাতিক বাংলাদেশ এর পিডিজি কর্নেল (অবঃ) এম আতাউর রহমান পীর বলেছেন, মানব সেবায় রোটার্যাক্ট ক্লাব বহির্বিশ্বে সুনাম অর্জন করেছে। আর্তমানবতার কল্যাণে রোটার্যাক্ট ক্লাবগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের সেবামূলক কাজগুলো গ্রহণ করে সমাজের বঞ্চিত মানুষ উপকৃত হচ্ছেন। শিক্ষা, চিকিৎসা, মানব সেবা সহ দেশের উন্নয়নে সর্বদা রোটার্যাক্ট ক্লাবগুলো ভূমিকা রাখছে।
আতাউর রহমান পীর শুক্রবার রাতে নগরীর জেল রোডস্থ একটি অভিজাত হোটেলে রোটার্যাক্ট ক্লাব অব সিলেট গ্রিন বার্ডসের ১৭তম অভিষেক অনুষ্ঠান ‘পিনাকল-২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
রোটার্যাক্ট মোহাম্মদ এরশাদ মিয়ার সভাপতিত্বে ও রোটার্যাক্ট মোঃ তাইজুল ইসলাম রাজিব এর সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আবিদুর রহমান। বক্তব্য রাখেন জেলা রোটার্যাক্টের সাবেক প্রতিনিধি কামরুজ্জামান চৌধুরী রুম্মান, মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোঃ এনামুল হক চৌধুরী সোহেল, পিনাকলের প্রধান উপদেষ্টা মোঃ ফারহান আহমেদ সুহেব, রোটার্যাক্ট আজাদ সিপন, এক্স রোটার্যাক্ট পিপি জাকারিয়া, জেলা রোটার্যাক্টের সাবেক প্রতিনিধি সাজ্জাদ হোসেন, রোটার্যাক্ট পিপি কিবরিয়া সারওয়ার, রোটার্যাক্ট পিপি মোঃ রাসেল মিয়া, রোটার্যাক্ট অব চিটাগংরের অতীত সভাপতি শফিক রিফাত, রোটার্যাক্ট পিপি আল আমিন, রোটার্যাক্ট পবাক্ষর ভট্টাচার্য, রোটার্যাক্ট পিপি লায়েক আহমেদ, রোটার্যাক্ট পিপি শহিদুল, রোটার্যাক্ট জাকির আহমেদ, রোটার্যাক্ট জুয়েল আহমেদ, রোটার্যাক্ট সলিল সরকার ও রোটার্যাক্ট রেজাউল করিম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন রোটার্যাক্ট আল হাবিব মামুন। বিজ্ঞপ্তি