২৭ বছর পর দিল্লির মসনদে বিজেপি
প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ৮:১৭:৪৭ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: দিল্লি বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বিপুল ব্যবধানে জয়লাভ করেছে। ২৭ বছর পর রাজধানীতে তাদের ক্ষমতায় ফেরা নিশ্চিত করেছে এ জয়। প্রায় এক দশক ধরে দিল্লিতে সরকার পরিচালনা করা আম আদমি পার্টি (আপ) এবার পরাজিত হয়েছে। দলের প্রধান ও প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সামাজিক মাধ্যমে পরাজয় স্বীকার করেছেন এবং জনগণের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন। তিনি নিজেই নিউ দিল্লি আসনে পরাজিত হয়েছেন। তবে দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী কালকাজী আসন থেকে জয়ী হয়েছেন।
নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী, ভারতীয় সময় বেলা তিনটায় ৭০ আসনের বিধানসভায় বিজেপি ইতোমধ্যে ১৭টি আসনে জয়ী হয়েছে এবং আরও ৩০টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে, আপ ১১টি আসনে জয়ী হয়েছে এবং ১২টি আসনে এগিয়ে রয়েছে।
বিজেপির এই ঐতিহাসিক জয়ে দলের নেতৃবৃন্দ ও সমর্থকরা উল্লাস প্রকাশ করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে বিজেপিকে জয়ী করার জন্য অভিনন্দন জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও সামাজিক মাধ্যমে লিখেছেন, দিল্লির মানুষ মিথ্যা, ধোঁকা আর দুর্নীতির ‘শিসমহল’কে নাস্তানাবুদ করে দিল্লিকে ‘আপদ’ (হিন্দিতে বিপর্যয়) মুক্ত করেছেন।
বিজেপির এই জয়ের ফলে দিল্লিতে সরকারের পরিবর্তন আসছে, যা রাজ্যের রাজনৈতিক দৃশ্যপটে নতুন দিগন্তের সূচনা করবে।