শাবিপ্রবিতে স্বপ্নোত্থানের পিঠা উৎসব
প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ৮:২৭:২৬ অপরাহ্ন
শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নোত্থানের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘স্বপ্নোত্থান চ্যারিটি পিঠা উৎসব ২০২৫’। ১০ মাস বয়সী জায়ানের চিকিৎসা সহায়তায় অর্থ সংগ্রহের উদ্দেশ্যে আয়োজন করা হয় এই উৎসব। গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের সামনে শুরু হওয়া এ উৎসব শনিবার পর্যন্ত চলে।
শীতের আমেজে ঐতিহ্যবাহী পিঠার স্বাদ ও মানবতার বার্তা একসঙ্গে ছড়িয়ে দিতে আয়োজন করা হয় এই উৎসব। এতে বাহারি ও ঐতিহ্যবাহী পিঠার স্টল, গেমিং জোন, বায়োস্কোপ ও ফটোবুথ ছিল, যা গ্রামীণ ঐতিহ্যের আবহ এনে দিয়েছিল। উৎসবে অংশ নিয়ে দর্শনার্থীরা সুস্বাদু পিঠার স্বাদ গ্রহণের পাশাপাশি জায়ানের চিকিৎসায় অর্থ সহায়তা করেছেন। জায়ান জন্ম থেকেই ‘পেরিমেমব্রেইন ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট’ নামক জটিল হৃদরোগে আক্রান্ত ছিল, যার চিকিৎসার জন্য জরুরি অস্ত্রোপচার প্রয়োজন। ব্যয়বহুল এই চিকিৎসার জন্য স্বপ্নোত্থান সংগৃহীত সমস্ত অর্থ জায়ানের চিকিৎসায় ব্যয় করার সিদ্ধান্ত নেয়।
এসময় উপস্থিত ছিলেন প্রবাসী সমাজকর্মী হাবিবুর রহমান সোহাগ, সমাজকর্মী মাহতাব মিয়া, আখলুছ মিয়া, জুনেদ আহমদ, আলী হোসেন, আনহার আলী, মারজান আহমদ, সায়েম আহমদ, সাইফুল ইসলাম, শামীম আহমদ, তানভীর আহমদ, সাখাওয়া হোসেন টিপু ও আবু সাঈদ সুমন প্রমুখ।