২০নং ওয়ার্ড শ্রমিক কল্যাণের দ্বি-বার্ষিক সম্মেলন
প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ৮:৩০:৪৭ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগর উপদেষ্টা ও মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব বলেছেন- শ্রমিকরা দেশের অর্থনীতির চালিকা শক্তি। শ্রমিকদের বঞ্চিত রেখে জাতীয় উন্নয়ন অগ্রগতি সম্ভব নয়। অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বৈষম্যহীন সমাজ বিনির্মাণে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যক্রমকে জোরদার করতে হবে।
তিনি শুক্রবার রাতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের আওতাধিন শাহপরান থানা পশ্চিমের ২০নং ওয়ার্ড শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ২০নং ওয়ার্ড সভাপতি মোঃ সাদেক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ফেডারেশনের মহানগর সহ-সভাপতি মিয়া মুহাম্মাদ রাসেল, সহ-সাধারণ সম্পাদক আক্কাছ আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ দিলশাদ মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান শামীম, ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক সোহেল আহমদ হাওলাদার, ২০নং ওয়ার্ড জামায়াত সভাপতি উমর ফারুক ইমন, শাহপরান থানা পশ্চিমের সহ-সভাপতি এবাদুর রহমান ও সহ-সাধারণ সম্পাদক মোঃ তারেক হাসান।
সম্মেলনে ২০নং ওয়ার্ডের ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন মহানগর সহ সাধারণ সম্পাদক আক্কাছ আলী। কমিটিতে মুহাম্মদ সাদেক মিয়া সভাপতি, আনোয়ার হোসেন সহ-সভাপতি, হাবিবুর রহমান সাধারণ সম্পাদক, আবু কাশেম চৌধুরী সহ-সাধারণ সম্পাদক, ফজলে হাসান কোষাধ্যক্ষ, সেহাগ আহমেদ সাংগঠনিক, আব্দুর রউফ পাঠাগার সম্পাদক, দেলোয়ার হেসেন শিক্ষা সম্পাদক, জুয়েল মিয়া প্রচার সম্পাদক, আব্দুল আলীম ট্রেড বিষয়ক সম্পাদক ও উজ্জ্বল মিয়া সমাজসেবা সম্পাদক প্রমূখ। বিজ্ঞপ্তি