‘জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর পুরষ্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ৮:৩৭:৫২ অপরাহ্ন
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে ‘জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭)’ ও ‘জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭)’-এর ফাইনাল এবং পুরস্কার বিতরণ শনিবার সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস সিলেট এর আয়োজনে ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর পৃষ্ঠপোষকতায় ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সহযোগিতায় সিলেট বিভাগীয় পর্যায়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) এর হবিগঞ্জ বনাম মৌলভীবাজার জেলা বালক অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের মধ্যকার ফাইনাল ম্যাচ নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হলে টাইব্রেকারে হবিগঞ্জ জেলা বালক অনূর্ধ্ব-১৭ ফুটবল দল ৪-৩ গোলে মৌলভীবাজার জেলা বালক অনূর্ধ্ব-১৭ ফুটবল দলকে হারিয়ে বিজয়ী হয় তথা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) এর সিলেট বনাম হবিগঞ্জ জেলা বালিকা অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের মধ্যকার ফাইনাল ম্যাচ নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হলে টাইব্রেকারে সিলেট জেলা বালিকা অনূর্ধ্ব-১৭ ফুটবল দল ৫-৪ গোলে হবিগঞ্জ জেলা বালিকা অনূর্ধ্ব-১৭ ফুটবল দলকে হারিয়ে বিজয়ী হয় তথা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী। সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় এর সিনিয়র সহকারী কমিশনার গালিব চৌধুরী, সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য-সচিব মোঃ নূর হোসেন, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসার এবং হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য-সচিব মোঃ মাজহারুল মজিদ, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ রুবেল আহমদ নান্নু, হবিগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের ভাইস-প্রেসিডেন্ট ছালেহ আহমদ, মৌলভীবাজার জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তঞ্জু খান, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় সাহাজ উদ্দিন টিপু, বাফুফে ফুটবল কোচ জাহান-ই-আলম নূরী রাহেল, সিলেট জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের কর্মকর্তা আব্দুল আজিম, রেফারী সৈয়দ ফয়েজ আহমদ, হোসাইন আহমদ হাছান, ময়নুল ইসলাম, লুকু মিয়া, জাহেদ আহমদ, কামরুল ইসলাম, বাবুল মিয়া ও আইনুল মিয়া , জুয়েল আহমদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদার। বিজ্ঞপ্তি