আবাসিক হোটেল থেকে ৩ যুবক-যুবতী আটক
প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ৯:৩৫:০৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর আবাসিক হোটেল থেকে ৩ যুবক-যুবতীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় দক্ষিণ সুরমার মুক্তিযোদ্ধা চত্বরস্থ প্রবাস আবাসিক হোটেল থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-সুনামগঞ্জের দিরাই থানার হোসেনপুর তালুকদার বাড়ির আব্দুল জলিলের ছেলে মো. রাসেল আহমদ (২৬), দক্ষিণ সুরমার ঝালোপাড়া এলাকার আব্বাস উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম তুহিন (২১) ও পপি (৩০) নামে এক যুবতী।
শনিবার এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, মুক্তিযোদ্ধা চত্ত্বরস্থ হোটেল প্রবাস আবাসিকের বিভিন্ন রুমে অভিযান চালিয়ে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।