মহাজনপট্টি থেকে ইয়াবাসহ যুবক আটক
প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ৯:৩৭:০৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীর বন্দরবাজার এলাকা থেকে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মহাজনপট্টি রাস্তার মুখে হাজী লাল মিয়া এন্ড সন্স নামক রং এর দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪৫ পিস ইয়াবা উদ্ধ করা হয়।
আটককৃতের নাম মোঃ স্বপন আহমদ (২০)। সে নগরীর ১০নং ওয়ার্ডের বেতের বাজার বাবুল মিয়ার কলোনীর পালাই মিয়ার পুত্র।
শনিবার এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম। আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক তাকে আদালতে সোর্পদ করা হয়েছে।