বড়লেখায় এমএ হোসেন বৃত্তি পরীক্ষার সনদ বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ৭:০১:৫৮ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে শনিবার এমএ হোসেন মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে দক্ষিণভাগ দক্ষিণ, দক্ষিণভাগ উত্তর ও সুজানগর ইউনিয়নের দশটি মাধ্যমিক বিদ্যালয়ের ৬০ জন এসএসসি পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে পাঁচজন পেয়েছে টেলেন্টপুল ও দশজন পেয়েছে সাধারণ গ্রেডে বৃত্তি। এই বৃত্তি পরীক্ষার অর্থায়ন করেছেন লন্ডন প্রবাসী বড়লেখা উপজেলার পশ্চিম দক্ষিণভাগ গ্রামের মো. আবুল হোসেন নুর।
টেলেন্টপুল বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীরা হচ্ছে- গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তুষ্টি পাল ও রুবাইয়াত ইসলাম তোহা, কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের সানজিদা হক আফরিন, কাঠালতলী ব্লু-বার্ড কিন্ডার গার্টেন স্কুলের কামিল আহমদ ও হালিমা আক্তার শাম্মী।
বিকেলে টেলেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তদের প্রধান অতিথি হিসেবে পুরস্কার ও সনদ প্রদান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম। পরীক্ষা নিয়ন্ত্রক ও দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসুক আহমদের সভাপতিত্বে পরীক্ষা বাস্তবায়ন কমিটির সদস্য জাকির হোসেন মাছুম ও নজরুল ইসলামের যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি আব্দুর রব, রিটায়ার্ড সিনিয়র সিটিজেন ফোরামের জেনারেল সেক্রেটারি আব্দুস সাত্তার, ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল, দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বদরুল হক, কচুরগুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন ও গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাবির হোসেন প্রমুখ।