চাঁদপুর থেকে বড়লেখার শিশু ধর্ষক গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ৭:০৭:০০ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় ৫ বছরের শিশুকে পাশবিক নির্যাতন চালিয়ে পালিয়ে যাওয়ার প্রায় এক মাস পর ধর্ষক যুবক দেলোয়ার হোসেন (৩০)-কে র্যাবের সহায়তায় গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে বড়লেখা থানা পুলিশ। দেলোয়ার হোসেন উপজেলার তালিমপুর ইউনিয়নের উত্তর বড়ময়দান গ্রামের বলাই মিয়ার ছেলে।
পুলিশ জানিয়েছে, ৯ জানুয়ারি ওই শিশুকে নিজের ঘরে ডেকে নিয়ে পাশবিক নির্যাতন চালায় লম্পট দেলোয়ার হোসেন। স্বজনরা আহত অবস্থায় ওই শিশুটিকে প্রথমে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার ৮দিন পর ১৬ জানুয়ারি শিশুটির পরিবারের পক্ষ থেকে ধর্ষক দেলোয়ার হোসেনকে আসামি করে থানায় শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করা হয়। ঘটনার পরই লম্পট দেলোয়ার পালিয়ে যায়। প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্তের পর শুক্রবার রাতে চাঁদপুর জেলা থেকে র্যাবের সহায়তায় পুলিশ শিশু ধর্ষক দেলোয়ারকে গ্রেফতার করেছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাসুদ পারভেজ জানান, শিশু ধর্ষণের ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়। মামলার একমাত্র আসামি দেলোয়ারকে চাঁদপুর থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।