শ্রীমঙ্গলে ব্যবসায়ী নেতাদের সাথে সাবেক মেয়রের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ৭:২৯:০০ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং বাজার সিন্ডিকেট প্রতিরোধে মতবিনিময় করেছেন উপজেলা প্রশাসন। শনিবার রাত ৮টায় শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন।
শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির কার্যালয়ে আয়োজিত ও সংগঠনের সভাপতি এএসএম ইয়াহিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সহ-সভাপতি শামীম আহমেদ ও দেবাশীষ ধর পার্থ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম জুয়েল ও কোষাধ্যক্ষ আব্দুল বাছিত প্রমুখ।
সভায় পবিত্র মাহে রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ এবং অবৈধ সিন্ডিকেটের বিরুদ্ধে সজাগ থাকতে ব্যবসায়ী নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান প্রশাসনের কর্মকর্তারা। এছাড়াও রাতে শ্রীমঙ্গল প্রেসক্লাবে শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা মহসিন মিয়া মধু রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং বাজার সিন্ডিকেট প্রতিরোধে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেন।