আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ৭:৩০:৩৩ অপরাহ্ন
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে সিলেট বিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন রোববার সকাল সাড়ে ১০ টায় সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
বিভাগীয় প্রশাসন ও সিলেট জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে, ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর পৃষ্ঠপোষকতায় ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সহযোগিতায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শাহাদতবরণকারী শহিদদের রুহের মাগফেরাত এবং আহত ছাত্র-জনতার আশু রোগমুক্তি কামনায় মহান আল্লাহতালার দরবারে দোয়া প্রার্থনা করা হয়।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনোয়ার উজ জামান। স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য-সচিব মোঃ নূর হোসেন। উপস্থিত ছিলেন জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুরঞ্জিত কুমার সেন, তাজপুর ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ মোঃ খয়রুল আবেদীন চৌধুরী, রাণীগঞ্জ কলেজ এর অধ্যক্ষ আলাউর রহমান ঠাকুর, সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার গালিব চৌধুরী, সুনামগঞ্জ জেলা ক্রীড়া অফিসার ও সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য-সচিব মোঃ আল-আমিন, সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মোসাদ্দেকা বৃষ্টি, সিলেট জেলা ফুটবল রেফারীজ কর্মকর্তা আব্দুল আজিম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদার।
উদ্বোধনী ম্যাচে জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ সুনামগঞ্জ ফুটবল দল ৪-১ গোলে কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজ মৌলভীবাজার ফুটবল দলকে হারিয়ে বিজয়ী হয়।