দোয়ারায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ৭:৩৩:২৬ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, শেখ হাসিনা সরকার গত ১৭ বছর দেশজুড়ে অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে জনগণের উপর। দেশের জনগণ অতিদ্রুত নির্বাচন দেখতে চাইছে। গত ১৭ বছর ধরে দেশে অবৈধ শাসন জারি করা হয়েছিল। বিনা ভোটের সরকার দেশের সম্পদ লুট করে পালিয়েছে। জনগণকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল। সময় এসেছে এখন পরিবর্তনের, জনগণ তাদের ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সরকার গঠন করতে চায়। তিনি শনিবার দোয়ারাবাজার উপজেলার আমবাড়ি বাজারে কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে মান্নারগাও ইউনিয়ন কৃষকদল আয়োজিত কৃষক সমাবেশে এসব কথা বলেন।
মান্নারগাঁও ইউনিয়ন কৃষকদলের সভাপতি খোকন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জহুর উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সামছুল হক নমু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ বারী, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আলতাফুর রহমান খসরু, সুনামগঞ্জ জেলা যুবদলের শিল্পবিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম, সুনামগঞ্জ জেলা আইনজীবী ফোরামের সদস্য ছালেহ আহমদ, জেলা কৃষকদলের সাবেক যুগ্ম আহবায়ক আকুল আলী, জেলা কৃষকদলের আহবায়ক সিরাজুল ইসলাম পলাশ। কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন কৃষক আলা উদ্দিন, মকবুল আলী ও আলি হোসেন প্রমুখ।