ফতেহপুর ও চিকনাগুলে শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ৭:৪৫:৫৯ অপরাহ্ন
সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদস্য বদরুজ্জামান সেলিম বলেছেন, অচিরেই নির্বাচনের রুপরেখা ঘোষণা করুন। এদেশের জনগণ গণতান্ত্রিক নির্বাচন চায়। এদেশের মুক্তিকামী জনগণ নির্বাচনে ভোট দিতে চায়। ১৭ বছর ধরে যে গণতান্ত্রিক আন্দোলনে স্বৈরাচারী খুনি হাসিনা পালিয়েছে সে আন্দোলনের রুপকার ছিলেন তারেক রহমান। ১৭ বছরের আন্দোলন ভুলে গেলে চলবে না। বিএনপির আত্মত্যাগ ভুলে গেলে চলবে না।
তিনি শনিবার বিকেলে জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে ৫নং ফতেহপুর ইউনিয়ন ও ৬নং চিকনাগুল ইউনিয়নের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কখাগুলো বলেন।
জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মুস্তফা আহমেদ মোস্তাক, মহানগর বিএনপি নেতা সুলেমান হোসেন, মহানগর বিএনপি’র সাবেক সদস্য সাইফুল হাসান শোয়েব, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি আলমগীর বখত চৌধুরী শোয়েব, জেলা যুবদল নেতা রুম্মান আহমদ রাজু, মহানগর বিএনপির সাবেক সহ-প্রচার সম্পাদক মো. কাওছার চৌধুরী, মহানগর বিএনপি নেতা নাসিম আহমদ চৌধুরী, মাহবুব আহমদ চৌধুরী, জিয়াউল আলম আলাল, সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, জৈন্তাপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুহেল আহমদ, সিরাজ উদ্দিন, তরিকুল ইসলাম, মো. মুছা মিয়া, মহানগর যুবদল নেতা শাকিব শাহ, মহানগর ছাত্রদল নেতা এম. রাহেল, মোহাম্মদ আলী, ইমাম উদ্দিন, মো. আজমল আলী, কিবরায়া, সাহেল আহমদ, মোহাম্মদ নোমান, সাইদ আলী, কবির আহমদ, তানভীর আহমদ, জয়নাল আবেদীন, কুতুব আলী ও মুক্তার আলী প্রমুখ। বিজ্ঞপ্তি