জকিগঞ্জ প্রেসক্লাবে প্রবাসী সাংবাদিক আব্দুল খালিককে নিয়ে সুহৃদ আড্ডা
প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ৮:২৮:৩৫ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি: জকিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক আব্দুল খালিক তাপাদার-এর দেশে আগমণ উপলক্ষে সুহৃদ আড্ডার আয়োজন করা হয়। রোববার দুপুরে জকিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এখলাছুর রহমানের সভাপতিত্বে এ আড্ডা অনুষ্ঠিত হয়। জকিগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি রহমত আলী হেলালী’র সঞ্চালনয় এতে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক যুক্তরাষ্ট্র প্রবাসী আহমদ আলী।
বক্তব্য রাখেন জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এনামুল হক মুন্না, সহ সাধারণ সম্পাদক মোর্শেদ আলম লস্কর, সিনিয়র সদস্য মোঃ ইউনুছ আলী, সদস্য আবু বকর ফয়ছল, ওমর ফারুক ও সমাজসেবী নজরুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে জকিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ ক্লাবের প্রাক্তন সভাপতি আব্দুল খালিক তাপাদারের দেশে আগমন ও প্রেসক্লাব পরিদর্শনে আসায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেন।