জুলাই বিপ্লবে আহত ৫ ছাত্র-জনতাকে ডিসির আর্থিক সহায়তা
প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ৮:৩০:০৪ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আহত ৫ ছাত্রজনতাকে আর্থিক অনুদানের চেক প্রদান করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। রোববার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক এই চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আফম আনোয়ার হোসেন খাঁন ও জেলা পরিষদের নির্বাহি আয়েশা আক্তার।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া জানান, গত জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা বাবদ অনুদান হিসেবে এ অর্থ প্রদান করা হয়েছে। এ ধরনের মানবিক সহায়তা চলমান থাকবে।