গুলশানে টিউলিপের বিলাসবহুল ফ্ল্যাটের খোঁজ
প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ৯:১২:৩৪ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানে টিউলিপ সিদ্দিকের একটি বিলাসবহুল ফ্ল্যাটের খোঁজ পাওয়া গেছে। ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এই তথ্য জানার কথা বলা হয়েছে। টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের দুর্নীতিবিরোধী মন্ত্রী ছিলেন। তবে বাংলাদেশে আওয়ামী লীগ ও শেখ পরিবারের দুর্নীতির সাথে তার নাম উঠে আসার কারণে কিছুদিন আগে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। তবে তিনি এখনো দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির এমপি হিসেবে দায়িত্বরত আছে। বাংলাদেশের পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার খালা।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানী ঢাকার একটি বিলাসবহুল ১০ তলা টাওয়ারের বাসিন্দা হিসেবে টিউলিপ সিদ্দিকের নাম তালিকাভুক্ত ছিল। সম্পত্তিটির নামকরণ করা তার পরিবারের নামে। ‘সিদ্দিকস’ নামে ঢাকার এই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স ২০১৪ সালে টিউলিপের ‘স্থায়ী ঠিকানা’ ছিল বলে ঢাকার কর্মকর্তাদের ধারণা। তখন তিনি যুক্তরাজ্যের উত্তর লন্ডনের ক্যামডেনের কাউন্সিলর ছিলেন।
আদালতের নথিপত্র বা সংবাদ প্রতিবেদনের তথ্য অনুসারে, এ নিয়ে বাংলাদেশে টিউলিপের সাথে সংশ্লিষ্ট পঞ্চম সম্পত্তির খোঁজ পাওয়া গেল। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সূত্রগুলো বলছে, বাংলাদেশে টিউলিপের কোনো সম্পত্তি নেই। তাই এ বিষয়ে কোনো প্রশ্নের জবাব দেয়ারও দায় নেই। উল্লেখ্য, প্রায় এক মাস আগে যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক। তিনি এখনো সম্পত্তিসংক্রান্ত বিষয়সহ বাংলাদেশে তার খালা শেখ হাসিনার স্বৈরশাসনের সাথে যোগসূত্র নিয়ে প্রশ্নের সম্মুখীন হচ্ছেন।