আমরা চাই পুলিশ কোমর সোজা করে দাঁড়াক: সিনিয়র সচিব
প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ৯:১৪:৫৩ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: জুলাই অভ্যুত্থানের পর মনোবল ভাঙা পুলিশ বাহিনী ফের কোমর সোজা করে দাঁড়াক, এমনটা আমরাও চাই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘অপারেশন ডেভিল হান্ট’ সম্পর্কে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
সিনিয়র সচিব বলেন, ‘আমরা চাই পুলিশ কোমর সোজা করে দাঁড়াক। পুলিশের কেউ ভয়ে ও চাপে পড়ে অন্যায় করেছে। কিছু অতিউৎসাহী ছিল তারা পালিয়েছে। তাদের বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে।’ নাসিমুল গনি বলেন, ‘আমাদের সিস্টেমের মধ্যে যেন একটা ভালো প্র্যাকটিস রেখে যেতে পারি সেই চেষ্টা করছি, যাতে আর কোনো আয়নাঘর তৈরি না হয়। এরকম পরিস্থিতি যাতে আর তৈরি না হয়। এছাড়া আমাদের সিস্টেমে যারা কাজ করবেন, তারা যেন সঠিকভাবে কাজ করতে পারেন।’
তিনি আরও বলেন, ‘১১ তারিখ মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্ব দিয়ে আইনপ্রয়োগকারী সংস্থার সঙ্গে একটি কর্মশালার আয়োজন করা হবে। যেখানে ঢাকা ও গাজীপুরের ১৫০ জন কর্মকর্তা থাকবে।’
অপারেশন ডেভিল হান্টে কারা নেতৃত্ব দেবে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা পুলিশি অ্যাকশন। পুলিশ কাজ করবে ও সেনাবাহিনী এতে সহায়তা করবে।‘ পুলিশের এই নাজুক অবস্থায় তাদের দিয়ে এই অপারেশন চলবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘যে সকল দেশে বিপ্লব হয়েছে সেখানে পরাজিত শক্তিকে কেউ রাখেনি। এই সরকার অতটা অমানবিক হতে পারেনি। আমরা পুলিশকে রিফর্ম করেছি। একটা বাহিনীর মনোবল ভেঙে গেছে। পুলিশের কিছু পরিবর্তন আনার চেষ্টা করছি। আমরা চাই পুলিশ কোমর সোজা করে দাঁড়াক। এজন্য তাদের একটিভলি কাউস্নেলিং করছি।’
ডেভিল হান্টে কেউ গ্রেপ্তার হয়েছে কিনা জানতে চাইলে সিনিয়র সচিব বলেন, ‘তারা শনিবার থেকে কাজ শুরু করেছে। চট করে সবকিছু বলা যাবেনা। যতদিন প্রয়োজন ততদিন এই অপারেশন রাখা হবে। ডেভিল হান্ট অপারেশন যারা পরিচালনা করছে তাদের ক্ষমতা কতটুকু, এমন প্রশ্মের উত্তরে তিনি বলেন, ‘পুলিশ ও ম্যাজিস্ট্রেটের যে ক্ষমতা আছে সেই ক্ষমতাই পাবে।’ ৫ আগস্টের পর যাদের নামে মামলা হয়েছে, তারা ডেভিল হান্টের আওতায় আসবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘পুলিশ যখন ধরবে তখনই দেখতে পারবেন।’