প্রফেসর তাজ উদ্দিন লিডিং ইউনিভার্সিটির ভিসি
প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ৯:২৫:২৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ তাজ উদ্দিনকে আগামী ৪ বছরের জন্য সিলেটের লিডিং ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল রোববার উপ-সচিব মোছাঃ রোখছানা বেগম সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এঁর অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩১ (১) অনুযায়ী তাকে এই নিয়োগ দেওয়া হয়।
ভিসি পদে নিয়োগের শর্ত হিসেবে বলা হয়েছে নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ হতে ৪ বছর। তবে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এই নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন; তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতনভাতা প্রাপ্য হবেন এবং পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদি ভোগ করবেন; তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন।