করিম ফাউন্ডেশন ট্রাস্ট’র ফ্রি মেডিকেল ক্যাম্প
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ৬:৩৪:৪৫ অপরাহ্ন
করিম ফাউন্ডেশন ট্রাস্ট এবং আল-মোস্তফা ওয়েলফেয়ার ট্রাস্ট যৌথভাবে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কিশোরপুর গ্রামে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সোমবার সকালে ব্রিটিশ- বাংলাদেশী হুজহু সম্পাদক ও করিম ফাউন্ডেশন ট্রাস্টের চেয়ারম্যান আব্দুল করিম গণি ক্যাম্পের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আই’র বিশেষ প্রতিবেদক মোস্তফা মল্লিক এবং দৈনিক সংবাদের সিনিয়র রিপোর্টার রাকিব উদ্দিন।
ক্যাম্পে উপস্থিত ছিলেন অন্তত ৪০০ রোগীকে বিনাম‚ল্যে চিকিৎসা সেবা ও টেস্ট করানো হয়। পাশপাশি ওষুধও দেওয়া হয়। বেশিরভাগ রোগী ছিলেন নিম্ন আয়ের মানুষ যাদের মধ্যে নারী-শিশুও ছিলেন। দৈনিক সিলেটের ডাক এর সিনিয়র রিপোর্টার আহমাদ সেলিম’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দৈনিক সিলেটের ডাক’র সিনিয়র রিপোর্টার আনাস হাবিব কলিন্স, সিনিয়র রিপোর্টার এনামুল হক রেনু, দৈনিক আমার দেশ সিলেট’র আলোকচিত্রী শহীদুল ইসলাম, পাইলগাঁও ইউনিয়ন সদস্য শাহান আহমদ, চ্যানেল এস জগন্নাথপুর প্রতিনিধি অমিত দেব, সাংবাদিক আলী আহমদ, সুমিত রায়, রুম্মান আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি