রাজা জি.সি. হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ৭:১৭:৪৭ অপরাহ্ন
রাজা গিরিশচন্দ্র মাধ্যমিক স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়।
প্রধান শিক্ষক ও ক্রীড়া উদযাপন কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল মুমিতের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক গাওসিয়া চৌধুরীর পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নূরের জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক প্রতিনিধি অশোক কুমার রায়, সহকারী প্রধান শিক্ষক হাছিনা মমতাজ, ক্রীড়া শিক্ষক মুহাম্মদ মানিক খান, সহকারী শিক্ষক বর্ণা চক্রবর্তী, আব্দুল হালিম, সুলতানা বেগম, শিল্পী রানী সরকার, লুৎফুন নেছা, শর্মিলা রানী চৌধুরী, মাকসুদুল আম্বিয়া সহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
পুরস্কার বিতরণের পূর্বে সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রায় ৪০টি ইভেন্টে অংশ নেয় শিক্ষার্থীরা। এসব প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিগণ। বিজয়ীর পুরস্কার হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তি