ভোলাগঞ্জ বাঙ্কারে টাস্কফোর্সের অভিযান
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ৭:০৯:৪৫ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ বাঙ্কারে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে। রোববার দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট জেলা ও উপজেলা প্রশাসন যৌথভাবে এই টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়। এ সময় তারা অবৈধভাবে উত্তোলিত পাথর পরিবহনের কাজে ব্যবহৃত ৮৩টি নৌকা বিনষ্ট করা হয়।
সিলেটের সিনিয়র সহকারী কমিশনার মেরিনা দেবনাথ, কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজা-ই রাব্বি এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এসময় সহযোগিতা করেন পুলিশ ও আরএনবির সদস্যরা। এদিন উপজেলার কাটাখাল এলাকায়ও টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়। এসময় ক্রাশার মেশিন সহ ৩টি স্থাপনা ধ্বংস করা হয়।
উল্লেখ, ৯ ফেব্রুয়ারী দৈনিক জালালাবাদ-এ ‘লুটপাটে অস্তিত্ব বিলীনের পথে ভোলাগঞ্জ বাঙ্কার’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন যৌথভাবে এই টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত জানান, অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত নৌকা ও ক্রাশার মেশিন ধ্বংস করা হয়। টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।