এমসি কলেজে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ৭:১৬:৫৫ অপরাহ্ন
এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ বলেছেন, সাংবাদিকতা করার জন্য আপনাকে যেকোনো বিষয়ে পুরোটা জানতে হবে, বুঝতে হবে। আমি যেই বিষয়টা লিখি, সেইটার বিশ্লেষণ আছে কি না, সেটা দেখতে হবে। তাহলে হবে জার্নালিজম। সুতরাং, সাংবাদিকতা হতে হবে বিশ্লেষণমূলক। এতে করে আপনারা নিজের লক্ষ্য পৌঁছাতে পারবেন।
রোববার এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি কর্তৃক আয়োজিত দিনব্যাপী ‘সাংবাদিকতা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি দ্বিতীয়বারের মতো এই কর্মশালার আয়োজন করে এমসি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের ২১১০নং কক্ষে।
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক লবীব আহমদের সঞ্চালনায় ও সহ-সভাপতি মো. মুছলেহ উদ্দিন মুনাঈমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শৈলেন্দ্র মোহন সিংহ, প্রথম আলো সিলেটের ব্যুরো চিফ সুমনকুমার দাশ, আজকের পত্রিকার সিলেটের ব্যুরো চিফ ইয়াহ্ইয়া মারুফ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মো. নজরুল ইসলাম।
দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন ‘এখন টেলিভিশন’ সিলেটের ব্যুরো চিফ গোলজার আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মাহবুব এ রহমান, শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সভাপতি নাজমুল হুদা।
আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাকালীন সভাপতি সোহেল আহমদ, সাবেক সভাপতি জাবির আহমদ, আজহার উদ্দিন শিমুল, আশরাফ আহমেদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির রায়হানুল নবী, শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাঈম আহমদ শুভ ও এমসি কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারি জওহর লোকমান মুসান্না।
আলোচনা সভায় রিপোর্টার্স ইউনিটির সাবেক ৩ সভাপতিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি