পেসকারগাও মাদ্রাসায় ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ৮:০৮:৪৮ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি :
শিক্ষার্থীদের শুধু পড়াশোনা করলে হবে না মন্তব্য করে বোগলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও পেসকারগাও দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি আরিফুল ইসলাম জুয়েল বলেছেন, পড়াশোনার পাশাপাশি আলোকিত মানুষ হিসেবে শিক্ষার্থীদের সমাজে প্রতিষ্ঠিত করতে হবে।
দোয়ারাবাজার উপজেলার পেসকারগাও ইসলামি দাখিল মাদ্রাসার দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার দ্বিতীয় দিনের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সোমবার বীর মুক্তিযোদ্ধা ডা: সামছুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বোগলা রোছমত আলী রামসুন্দর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মফিজুল ইসলাম ও ইউ সদস্য মিজানুর রহমান প্রমুখ।