হবিগঞ্জে ট্রাক ও পিকআপ সংঘর্ষে চা শ্রমিক নিহত
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ৮:২৬:১৯ অপরাহ্ন
সংবাদদাতা: হবিগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কের বড়চর বাজার সংলগ্ন এলাকায় ট্রাক ও পিক-আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মনা চাষা (৩০) নামে এক চা শ্রমিক নিহত হয়েছেন। নিহত মনা চাষা বাহুবল উপজেলার রশিদপুর চা বাগানের দিলীপ চাষার ছেলে।
রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় ঢাকা সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিষয়টি সময়ের আলোকে নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান।
তিনি জানা -রাতে সিলেটগামী একটি পিকআপ ভ্যান ঢাকা সিলেট মহাসড়কের বড়চর এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মনা চাষা গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় আরো অন্তত ৫জন আহত হয়েছেন। তাদরকে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এছাড়া দুর্ঘটনায় কবলিত পিকআপ ভ্যান ও ট্রাক আটক করে।