বন্দরবাজারে হোটেল থেকে নারীসহ আটক ৩
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৬:৪৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে নগরীর বন্দরবাজারস্থ আবাসিক হোটেল সিটি হার্ট থেকে নারীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, সুনামগঞ্জ জেলার দিরাই থানার ধল আশ্রম গ্রামের আবু বকর মিয়ার ছেলে মো. তুহিন আহমদ (২০), কানাইঘাট থানার উজানবরাপাইত গ্রামের মৃত বশির আহমদের ছেলে নিজাম (৫৫) ও মোছা. বিলকিছ নাহার পপি (২০)।
এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।