৩০৮ বস্তা চোরাই চিনিসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৯:৫৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : অবৈধ পথে আসা ৩০৮ বস্তা ভারতীয় চোরাই চিনিসহ ২জনকে আটক করেছে পুলিশ। রোববার রাতে শহরতলীর শাহপরান থানাধিন দাসপাড়া এলাকা থেকে এসব চিনি উদ্ধার করা হয়। এসময় চোরাই কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
সোমবার এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
এসএমপি সূত্রে জানা গেছে, রোববার রাতে শাহপরান থানাধীন দাসপাড়াস্থ মুসলিম স্কুলের পাশে মেসার্স ইসলাম ব্রাদার্স এর সামনে চেকপোস্ট স্থাপন করে পুলিশ। এসময় একটি ট্রাককে সংকেত দিয়ে থামানো হয়। ট্রাকচালক ও তার সঙ্গীর কথাবার্তা ও আচরণ সন্দেহজনক হলে ট্রাকটি তল্লাশি করা হয়। ট্রাকচালক ও তার সঙ্গীর কথাবার্তা-আচরণ সন্দেহজনক হওয়ায় উপস্থিত সাক্ষীদের সম্মুখে ট্রাকটি তল্লাশি করা হয়। তখন পাথরের নিচে সাদা পলিথিন দিয়ে ঢাকা ভারতীয় ৩০৮ বস্তা চিনি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- সিলেটের জৈন্তাপুর উপজেলার সারিঘাট ডুপি গ্রামের মোঃ চান মিয়ার পুত্র শাকিল আহমেদ (১৯) ও একই গ্রামের মৃত শফিকুর রহমানের পুত্র কবির আহমেদ (৩২)। জব্দকৃত চিনির বাজারমূল্য ১৮ লাখ টাকা।
আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।