পুলিশ ফাড়িতে নিহত রায়হান হত্যার বিচারের দাবীতে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১১:১৬ অপরাহ্ন
২০২০ সালে ২০ অক্টোবর নগরীর বন্দরবাজার পুলিশ ফাড়িতে পুলিশী নির্যাতনে নিহত রায়হান আহমদের হত্যার বিচারের দাবীতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার সম্মুখে মানববন্ধন করেছে নিহত রায়হানের পরিবার ও সচেতন নাগরিক সমাজ। সোমবার বিকেল চারটায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে নিহত রায়হানের পরিবারের সদস্য ছাড়াও বক্তব্য রাখেন বিভিন্ন সামাজিক, মানবাধিকার, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।
পাহাড়তলী ক্রীড়াচক্রের সভাপতি তারেক আহমদ বিলাসের সভাপতিত্ব ও সমাজকর্মী আফসারুজ্জামান আফসারের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেন, সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক হুমায়ুন আহমদ মাসুক, সিলেট জেলা ইলেকট্রনিক ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য সাইদ মাহমুদ ওয়াদুদ ও মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক সজিবুর রহমান রুবেল, স্বেচ্ছাসেবী সংগঠন আলোর অন্বেষণ সভাপতি কবি সাজন আহমদ সাজু, ১৮নং ওয়ার্ড বিএনপির সহ সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন, সূর্যদয় যুব সংঘ সভাপতি ইঞ্জিনিয়ার মো: হাসান আহমদ তালুকদার সোহেল, সাহিত্য সংগঠক সৈয়দ আব্দুল্লাহ আল হাসান, সমাজকর্মী আব্দুল মোতাওয়াল্লী, আব্দুল্লাহ আল মামুন, আবুল কালাম আজাদ, শহীদ আহমদ খান সাবের, শাহিদুর রহমান জুনু, আলোর অন্বেষণ’র সহ-সভাপতি নাহিদ আহমদ, রুনা লায়না, আয়েশা আক্তার সনি, আলোক বর্তিকা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোছা: সালেহা বেগম।
মানবন্ধনে নিহত রায়হানের মা সালমা বেগম কান্নাজড়িত কণ্ঠে উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য রেখে বলেন- আমার সন্তান রায়হানকে ২০২০ সালের ২০ অক্টোবর সন্দেহজনকভাবে গ্রেফতার করে বন্দরবাজার পুলিশ ফাড়িতে আটক করে রাখে ফাড়ির তৎকালীন ইনচার্জ এস আই আকবর। আটকের পর তার কাছে দশ হাজার টাকা উৎকোচ দাবী করে নির্যাতন করে। আমরা টাকা নিয়ে উপস্থিত হওয়ার আগেই খুনি আকবর আমার সন্তানকে অমানুষিক নির্যাতন করে হত্যা করে। তিনি অভিযোগ করেন বিগত দিনে দেশে আইনের শাসন না থাকায় আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। বিচারের নামে চলে নানা টালবাহানা। আমরা প্রতিনিয়ত আদালতের দ্বারে দ্বারে ন্যায় বিচারের আশায় ঘুরছি, বিচারের নামে কালক্ষেপন করছে আদালত অভিযোগ করেন তিনি। নিহত রায়হানের মা রায়হান হত্যার দ্রুত বিচার সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানান। বিজ্ঞপ্তি