একযুগ পর বড়লেখায় সাবেক চেয়ারম্যানসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ৭:৪২:৫৪ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় প্রায় এক যুগ আগের হামলা-ভাংচুর ও হত্যা চেষ্টা ঘটনায় গত শনিবার রাতে আওয়ামী লীগ দলীয় দুইজন সাবেক উপজেলা চেয়ারম্যান, দুইজন ইউপি চেয়ারম্যানসহ ২৩ জন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলাটি করেছেন বিএনপি কর্মী ফয়ছল আহমদ সাগর।
মামলার এজাহারে বিএনপি কর্মী ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফয়ছল আহমদ সাগর অভিযোগ করেন, বিএনপির তৎকালীন সরকার বিরোধী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পদে থাকা নেতারা তার উপর ক্ষীপ্ত ছিলেন। বিএনপি নেতা এম ইলিয়াস আলী গুম হওয়ার পর বিএনপি আয়োজিত প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে অন্যান্য নেতাদের সাথে তিনি সম্মুখ সারিতে ছিলেন। এর জেরে ২০১২ সালের ২০ ডিসেম্বর তৎকালিন যুবলীগ নেতা (পরবর্তীতে নৌকার ইউপি চেয়ারম্যান) জুয়েল আহমদ, যুবলীগ নেতা কবির আহমদ ওরফে ডিসি কবির, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আজির উদ্দিন, আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন, ইউপি যুবলীগ সভাপতি শাহাব উদ্দিন ময়ষট্টি, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছয়দুল ইসলাম প্রমুখ বিএনপি নেতা ফয়ছল আহমদকে হত্যার উদ্দেশ্যে দা, হকিটিক, চাইনিজ কুড়াল, কাঠের লাঠি, লোহার রড, পাইপসহ বিভিন্ন দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে তার বসতবাড়িতে হামলা চালায়। এসময় আওয়ামী লীগ নেতাকর্মীরা তাকে আটক করে রশি দিয়ে দু-হাত এবং গামছা দিয়ে মুখ বেধে ফেলে। মারধর করে জোরপূর্বক বড়লেখা বাজারস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে তুলে নিয়ে যায়। সেখানে প্রায় ২/৩ ঘন্টা তার উপর অমানবিক নির্যাতন চালানো হয়। বড়লেখা থানার ওসি মো. আব্দুল কাইয়ুম জানান, মামলা রেকর্ডের পরই পুলিশ আসামিদের গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।