তাহিরপুরে বিজিবি সেক্টর কমান্ডার সীমান্তে জিবির কঠোর নজরদারি রাখছে
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ৭:৪৫:৩১ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি: সিলেট বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেছেন আমরা চাই সীমান্তে অনুপ্রবেশ শূন্যের কোঠায় নিয়ে আসতে নিজেদের সন্তানরা যাতে এই ঝুঁকিপূর্ণ কাজে না জড়িয়ে পড়ে সেদিকে বিশেষ নজর রাখতে হবে। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের চাঁনপুর মাঠে একটি জনসচেতনতা মূলক সভায় এসব কথা বলেন তিনি।
সুনামগঞ্জ ব্যাটালিয়ান ২৮ বিজিবির আয়োজনে সীমান্তে অনাকাক্সিক্ষত ঘটনা প্রতিরোধ, চোরাচালান, নারী ও শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে জনসচেতনতা মূলক সভায় তিনি আরও বলেন, সীমান্তে বিজিবির কঠোর নজরদারির পাশাপাশি জনবল বৃদ্ধি করা হয়েছে। সীমান্তে কোনো অনিয়মকারীকে ছাড় দেয়া হবে না। চোরাকারবার, কয়লা সংগ্রহ করতে গিয়ে আমাদের লোকেরা ঝুঁকি নিয়ে প্রতিবেশী দেশে প্রবেশ করায় মাঝে মধ্যে বিএসএফ কিংবা ভারতীয় নাগরিকের রোষানলে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। আমরা বিএসএফের সাথে পতাকা বৈঠকে সীমান্তের বিভিন্ন ঘটনার জোরালো প্রতিবাদ জানাচ্ছি।অবৈধ অনুপ্রবেশ, আন্তর্জাতিক সীমা রেখায় অবৈধভাবে বালু পাথর,কয়লা উত্তোলন ও গবাদিপশু চরানো বন্ধ করাসহ নারী ও শিশু পাচার রোধসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকার বাসিন্দাগন নিজ নিজ অবস্থান থেকে অনিয়ম প্রতিরোধ কাজ করতে হবে।
সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ ব্যাটালিয়ান ২৮ বিজিবির অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসেম, থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন, সুশীল সমাজের প্রতিনিধিগণ। সভা শেষে দিনব্যাপী সীমান্ত এলাকার অসহায় গরীব মানুষদের মাঝে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়।