মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্য কাজ করছে তুরস্ক: এরদোয়ান
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ৮:৩২:৪২ অপরাহ্ন
আহমাদুল কবির, মালয়েশিয়া: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান বলেছেন, তাঁর দেশ মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ২০২৪ সালে ৫ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে এবং তা ১০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) কুয়ালালামপুরে একটি সাধারণ বক্তৃতায় এরদোয়ান বলেন, “সেমিকন্ডাক্টর প্রযুক্তি থেকে শুরু করে অটোমোটিভ, এভিয়েশন প্রযুক্তি থেকে বিমানের সিমুলেটর পর্যন্ত আমরা প্রতিটি খাতে সহযোগিতা বাড়াতে চাই এবং মালয়েশিয়ার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে একযোগে অগ্রসর হতে চাই।”
এরদোয়ান বর্তমানে মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফরে রয়েছেন, যা দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে অনুষ্ঠিত হচ্ছে। সফরের অংশ হিসেবে তিনি মালয়েশিয়ার প্রধান শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি মালায়া (টগ) থেকে ‘ডক্টর অফ অনারারি ডিগ্রি’ অর্জন করেছেন। এই ডিগ্রি তাঁকে বৈশ্বিক কূটনীতি ও আন্তর্জাতিক আলোচনায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।
এরদোয়ান বলেন, ২০১৪ সালে মালয়েশিয়ার সঙ্গে তুরস্কের সম্পর্ক ‘কৌশলগত অংশীদারিত্বে’ রূপ নেয় এবং ২০২২ সালে তা আরও বিস্তৃত হয়। তিনি আরও বলেন, “দুই দেশের জনগণের মধ্যে দীর্ঘদিনের সুসম্পর্কের ভিত্তিতে আমরা দৃঢ় পদক্ষেপ গ্রহণ করছি। মালয়েশিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ দেশ, যেখানে প্রায় ৩৫ মিলিয়ন মানুষ বাস করে, একটি গতিশীল অর্থনীতি এবং উচ্চ যোগ্যতাসম্পন্ন মানবসম্পদ রয়েছে।”
তুরস্কের বিমান শিল্প মালয়েশিয়ার ১০০-এরও বেশি তরুণ প্রকৌশলীর কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। পাশাপাশি, তুরস্কের সহায়তায় মালয়েশিয়ার দ্বিতীয় ব্যাচের ‘লিটারাল মিশন শিপ’ নির্মাণ কাজ চলছে।এছাড়া, উভয় দেশ ‘আনকা-এস’ ড্রোনের যৌথ নির্মাণ প্রকল্প পরিচালনা করছে, যা সামরিক খাতে গুরুত্বপূর্ণ উন্নয়ন বলে মন্তব্য করেন এরদোয়ান। তুরস্কের রাষ্ট্রপ্রধান মালয়েশিয়ায় ‘তুর্কিশ মারিফ ফাউন্ডেশন’ স্কুল প্রতিষ্ঠার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমরা শিক্ষা খাতে ব্যাপক বিনিয়োগ করেছি এবং তরুণ শিক্ষার্থীদের তুরস্কের উচ্চশিক্ষার সুযোগ গ্রহণের জন্য আমন্ত্রণ জানাই।এরদোয়ান মালয়েশিয়ার বর্তমান আসিয়ান নেতৃত্বের প্রশংসা করেন এবং আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বে দেশটির কূটনীতি, অর্থনীতি ও বাণিজ্যে সাফল্যের প্রশংসা করেন।
তিনি বলেন, “আমি আশাবাদী যে, আনোয়ারের নেতৃত্বে আসিয়ানের নতুন অধ্যায় তুরস্ক ও আসিয়ানের মধ্যে সহযোগিতা জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।